আমি
আমাতেই
হারাতে হারাতে
যাযাবর হয়ে গেছি
জীবন চলার পথে পথে
সাজুস্যতা হারিয়েছি সাধারন্যে,
আলো জল বাতাসের অংশীদারীত্বে
হিংসে জাগে মনেমনে প্রতিদিন প্রতিক্ষণে,
ম্রিয়মান মনের জিজ্ঞাসা দেবালয়ের নির্মানে
বিশ্বাসের এই বাহুল্যতা কি অতি আবশ্যক অর্জনে
আদিখ্যেতার তোষামোদ নাকি এ স্তাবকতার উপঢৌকন
যাযাবরের সমীপে সদুত্তর যেন আনন্দে অবোধের গোবধ ।
এখানে ভালবাসার সঠিক শুদ্ধ মানে যে শুধু ভাল ভাল সম্ভোধন
চাওয়ার পাওয়াই শেষ কথা এখানে অষ্পৃশ্য অবৈধ বিতর্ক বিশ্লেষন
যেখানে প্রকৃতির খেয়ালী নিখিল নীলের গবেষনা ভীষণ ঐশ্বর্য্য খ্যাতি সম্পন্ন
যিঁনি দেন সবকিছু তাঁকে আবার ফেরৎ কিছু  দেওয়ার প্রশ্ন নিতান্ত অবাঞ্ছনীয় ।।