নুন আনতেই পান্তা ফুরায়
কখন লিখব কবিতা,
দুটো পয়সা পেলে প্রাণ জুড়ায়
পড়ব শিখব ভনিতা,
তবুও ঘোড়া রোগ ঘুরে মাথায়
শব্দ ঝঙ্কার বাজে বৃথা ।
স্তুপীকৃত কিম্ভুতকিমাকার
এলোমেলো ছন্দের পাতা,
দাঁত কেলিয়ে হাসে কদাকার
হাত তালি দেয় যোগ্যতা,
যেমন চাই পাঠকের দরবার
তেমনি প্রকাশে ক্ষমতা ।
উপরন্তু ঝামেলা যশ খ্যাতির
নইলে যে বৃথা সবই 'তা,
নিরর্থক খিচুরি কিছু শব্দের
ছন্দে হয়রানি অযথা ,
আকাশ কুসুম ঘোর স্বপ্নের
লিখিত নামই কবিতা ।