এই সেই রাজপথ আমি যার বুকে প্রতিদিন
দু-বেলা অন্নের যোগার...
না, বাক্যটা বোধহয় মানানসই হলনা ;
আমি যার বুকে চেপে প্রতিদিন ঘুড়ে বেড়াই
স্বপ্নপূরণ আর বাঁচা বাড়ার তাগিদে,
নিষ্কর্মা দিন গুলোতেও টাইম পাসের আড্ডাতে ।
হম্বিতম্বি করে এই রাজপথের গা চিরে
সময়ের হিসেব মতো মাইকটা হাতে
গলাছেড়ে ভাষন দিই -
'জাগো মানুষ, চেতনার বিকাশ করো
এদেশ আমার, সমাজ আমার
এবং সাম্যবাদ আমার অধিকার' ,
পাশে থাকে রাজপথ নীরবে সাক্ষী হয়ে ।
মাঝে মধ্যে খাতা খুলে লিখে রাখে ইতিহাস
রক্তের কালো দাগ, আর্ত চিৎকার, আর্তনাদ ।
আরো কতশত লক্ষকোটি আঁচর কাটে এ বুকে
এরাও ইতিহাস গড়ে ইতিহাস ভাঙে......
নীরবতার নীল সীমানার খোঁজ কে রাখে !
আচমকা হাওয়া ঝাপটে ধরে প্রশ্ন করে
'বল দেখি কতশত প্রাণ শোয়ে আছে
এই রাজপথের ইট পাথরে !"
আমি সেই থেকে দ্বারে দ্বারে
ইতিহাসবেত্তা ঐতিহাসিকের ঘরে ঘরে,
খুঁজেতো পেলাম না কোথাও একটা জোনাক
অথবা এক ফালি রোদ্দুর, অসংখ্য নদীর বাঁক ।