স্বপ্নের ধারাবাহিকতা আমার কাছে বড় অপ্রাকৃত মনে হয়,
অথচ, অন্তহীন বহমান নদীর মতো
         সমূদ্র হিল্লোল ছন্দে যতো
         মরুভূমির মরিচিকা ধায় ।
আমি, স্বপ্ন দেখি প্রতিনিয়ত
          স্বপ্নেরা হেসে খেলে গান গায় ।
কৃষ্ণগহ্বরের অন্তহীন অদৃষ্ট পথ চলছি তো চলছি
কোথাও কোথাও রোমাঞ্চ জাগে রোমকূপে ;
দুর্ভেদ্য অন্ধকার হাতরে হাতরে
ক্লান্তির জাগরন, আবার ঘুম আবার স্বপ্ন
কনিষ্ঠার অগ্রে এক পরমানু আলোর শিহরণ...
যবনিকার ছন্দপতন ...আবার ঘুম আবার জাগরন...
এভাবেই চলছে আমার ধারাবাহিক স্বপ্নময়তা