বসছে মেলা চলছে খেলা
         তেলেস্মাতির খেল,
রক্ত না রং যায় না চেনা
          ভানুমতির ভেল ।


উড়ছে ফানুস দৌড়ছে মানুষ
          হচ্ছে বাজিমাৎ,
আপন পরের নেই ভেদাভেদ
          সুজোগ পেলেই কাৎ ।


সাকার মানুষ সাকার পুরুষ
          ঠাকুর নিরাকার,
তবুও মানুষ হয় যে ঠাকুর
         ভেল্কির প্রকার ।


লাল দিগন্ত নীল দিগন্ত
          শেষের ঠিকানা,
তবুও মহাকাশ মহাশূণ্য
          নিত্য গবেষণা ।