দেবাঞ্জনার  প্রথম প্রেম আমি,
                স্কুলের ফ্রক থেকে শাড়ি
       অতঃপর কলেজের যেমন খুশী জামা !
      বর্ষার প্রথম বৃষ্টি কিংবা মাঘের শ্রাবণ-ধারা ।
         দিপালীর বিয়েতে আসা সেই বরযাত্রী
       অথবা সরস্বতী পূজোর দিনের শেষে রাত্রি,
     বাঁধন ছেঁড়ার রোমাঞ্চ এবং ইউরেকা' শিহরণে
    আমি বিরাজমান তার সর্বত্র, যোজন বিয়োজনে ।
নীলাঞ্জনারও প্রথম প্রেম আমি,
                স্কুলে যেতে মিল্কবেরী
         অতঃপর কলেজ শেষে একলা ঘরে
         কিংবা বিকেলের পার্কে, ষ্ট্র্যান্ডের বেঞ্চিতে ।
         ল্যাপটপের ফুলস্ক্রীনে ফেইসবুক প্রোফাইলে
         স্বরচিত কবিতাবৃত্তির ডিজিটাল ভার্সানে,
         প্রথমবার ফ্লাইটে  উঠার অচেনা'র আনন্দে
          কাছের বন্ধুটিকে কাছে পাওয়ার দিনান্তে,
       আমি পাশে আছি তার সমস্ত পুলক অনুভবে ।
আরও বেশ ক'জনার প্রথম প্রেম আমি
          হিসেব করিনি আজও আমার প্রথম প্রেম কে !
               আমাতে আমি, কবিতা না তোমি !