টুকুন বড় মিষ্টি মেয়ে, দুই বিনুনি বেঁধে
পাড়া জুড়ে ঘুড়ে বেড়ায়, অন্যের দুঃখে কাঁদে ।
মধ্যবিত্ত বাবার ঘরে আদরের দুলালি
ভাই'দের খুনসুটি, মায়ের চোখের মনি ।
এমনি করে বসন্তের হিসেব গুনে শেষে
বিহঙ্গের ঊন্মুক্ত আকাশ বন্দী কাঁচা বাঁশে ।
কন্ঠ তার রুদ্ধ দ্বারে সুর ভুলে কাঁদে স্বরে
ঘন্টা বেঁধে ভাত রেঁধে অনু-স্মৃতি অশ্রু ঝরে ।
বাঁধন হারা মুক্তির স্বাদের স্বপ্ন শিয়রে
ঘর ছেড়ে মাঠ দিগন্তের মৃত্যুর দুয়ারে ;
জীবনের ক্যানভাস পেতে রক্তিম তুলিতে
আঁকাবুঁকি চলে যে তার এলোমেলো গতিতে ।
তবুও রংধনু মেঘ আকাশ শরৎ কাশবন
যৌগিক রঙে জীবন পায় হাসে সঙ্কর্ষণ ।