লোলুপ্ত  হায়নার চোখের রেটিনা
  বিষাক্ত ছোবলের কোবরার ফণা,
  বড়ই চেনা, খুব চেনা জানা, কেননা...
  অমাবশ্যা রাতে শেয়ালের প্রহর গোনা
  মহীরুহের ডালে ডালে ঝাপটানো ডানা,
  আমার যে খুব জানা-শোনা, কেননা...
  এই আজকের মখমল বিছানা
  বাতানুকূল কামরার কাঁচে কাঁচে নক্সা
  এমনি এমনিতেই গড়ে উঠেনা ।
  আমি যে আকাশের মেঘ ছিঁড়ে ছিঁড়ে
   ক্যানভাসে জল রেখেছি পুকুরে,
   বসন্তের পলাশ বকুল কদমের লাশ বয়ে
   বাগিচার গোলাপ আগলে রেখেছি,
   আমি যে রক্তের নোনতা স্বাদে বিরক্ত হয়ে
   লাস্যময়ী হাস্য-বদনি বিষণ্ণা হয়েছি ।