আগে তো বেশ লাগতো ভালো
  (তুর) উঠোন বেয়ে যেতে,
গোলাপ গুলি হাসতো বেশ
    নাচতো মোহিত চিত্তে ।
শিউলী ডগায় ছূঁয়ে আলো
      উঠত খেলায় মেতে,
গায়ে মেখে সুখোদয় রেশ
     বেশ লাগতো হাঁটতে ।
নয়ন দুটো খুঁজতো কালো
      ভেজা চুলের পরতে,
    দেহ ব্রজে অনুসন্ধিৎসা
    বারংবার কাছে পেতে ।
পলাশ গুলো ফ্যাকাশ হলো
     যখন গেল বসন্তে,
  সেই থেকে ভাল্লাগে না
(তুর) উঠোন বেয়ে যেতে ।
  এখন শুধু রাতের কালো
     তুর ঘরে, পথে পথে ,
   আমার সুর্য হাসে এখন
    আমার ঘরে মেঝেতে ।