একটা শালুক এনে দাওনা আমায়
একটা শাপলা এনে দাও,
আমার অনিমেষনেত্র উদাস আজিকে
শৈশব নিকুঞ্জে –
সীমাহীন জলরাশি, ছেড়া পালে নৌকা, মাঝি ;
ঝাঁকে ঝাকে বালি হাঁস, ভাটিয়ালির বিষাদ বাঁশি ।
ঘাটে ঘাটে রমনীর রমনীয় স্নান কেলী
বালু চরে সাদা বক এক পায়ে তপস্বী ;
এবং ......তুমি - আমি
অজানা উদ্দেশ্যে পাড়ি,
নিঝুম দুপুরে ডাহুকের  সুরে সুরে
হিজল বনে চুপি চুপি রাজা - রানী,
অতঃপর ......
শাপলা শালুকের টানাটানি...
এ সময়ে, এই বসন্তের শেষ সীমান্তে
আমার বড় সাধ জাগে আরেকবার তোমার পাশে
কচুরী পানার কৃষ্ণ কাননে
আমি কৃষ্ণ সাজি ।