লাবনী তুর মুখ বড় মিষ্টি, কোলাজ যেন
শিশির মাখা ঘাসের ডগায় রোদ ঝলকানো
প্রাতের স্নিগ্ধ বায়ে সিক্তাকেশী পুজারী কোনো
আঁখ ললাটে উঠছে ফোটে বিশ্বম্বরী হেন ।


তুর এই মুখাবয়ব  গঙ্গা যমুনা ধাত্রী
কপোলের ভাঁজে ভাঁজে লক্ষী দুর্গা সরস্বতী
নাসিকা নিসর্গ শোভা দিগন্তের দিব্য জ্যোতি
আঁখি পল্লব কাজলে কালজয়ী জগদ্ধাত্রী ।


লাবনী তুর মুখ যখন তীক্ষ্ণ রোদে লাল
বহ্নিশিখা হাতছানি দেয়, বিষন্ন বৈকাল
ঘর্মাক্ত সুভাস নীপবনে যৌবন মাতাল
লম্বা ছায়ের গোধুলী রাগে অবসন্ন কাল ।