শরৎ আমার ভালো লাগা
শিউলী ঝরা সকাল
শরৎ মানেই ভালো বাসা
গোলাপ হাতে বিকাল ।
শরৎ মানেই কাশ ফুল
মিষ্টি হাওয়ায় দোলা
চাঁদনী রাতের জুঁই ফুল
আলো ছায়ার খেলা ।
শরৎ হল স্নিগ্ধ কোমল
মুগ্ধ নদীর কুল,
সুশোভিত রঙীন ফল
শারদীয়ার ঢোল ।
শরৎ এলেই মনে পড়ে
সাদা মেঘের ভেলা,
শরৎ মানে ঝিলের জলে
পান কৌরির মেলা ।
শরৎ ভোরে সবুজ ঘাসে
স্নিগ্ধ শিশির বিন্দু,
নরম রোদে ললিত রাগে
আকাশ নীল সিন্ধু ।