নতুন রাস্তার সুবাদে
আজকাল ঝরা কদম বেশ সহজ লভ্য
বর্ষা কিংবা শরতে ।
ক্ষত বিক্ষত দেহের মতো অথবা
শত শত লাশের,
পদ দলিত কদম ফুল
লেনদেনের হিসেব কিংবা
"ইউজ এন্ড থ্রু" সূত্রে ।

কয়েকটা বসন্ত যেন ভরা যৌবনা
রাজপথের আত্মকথা, অতঃপর
অশীতিপরের মতো শুধু চেয়ে থাকা...
দিন দিন দেবদারু'রা মাথা নুইয়ে যাচ্ছে
বিবর্তিত মানুষ পশুকে হার মানাচ্ছে ।

পোয়াতি ধানের ক্ষেতে দামাল হাওয়া আজও ছোটে
কিষানীর সোনার স্বপ্ন শুধু দমিত ।

শহরের ব্যবসা বড় লাভজনক
নগদ লেনদেন, অচেনা মুখ
রাত পোহালেই নিস্কৃতির সুখ ।