একুশের কথা বলতে গেলেই, আন্দোলন চোখে ভাসে
চোখ বুজলেই কানে শুধু গুলির শব্দ বাজে,
রাজপথের লাল রক্তধারা, মানুষ কেমন দিশেহারা
বুক চিতিয়ে দাড়িয়ে আছে, সালাম বরকত জব্বর' এঁরা ,
একুশের কথা বলতে গেলেই,  একটা ম্যাপ চোখে ভাসে
সবুজ শ্যামল সোনায় ভরা প্রাণের স্পন্দন বাংলাদেশ ,
দোআঁশ পলি বেলে মাটির উর্বরা জমির কার্পেট
নদীর সূঁতোয় চোখ ধাঁধানো নক্সী কাথা নিরেট ।
একুশের কথা বলতে গেলেই,  একটা দেশ চোখে ভাসে
যেই দেশটার বীজ বুনেছিল একটা ভাষার বিচ্ছেদ,
এক ভাষার এক দেশ তোমি কোথাও পাবে নাকো
বাংলা আমার গর্ব তাই , অদ্বিতীয় বাংলাদেশ ।
একুশের কথা বলতে গেলেই,  একটা মা'কে চোখে ভাসে
নিথর নীরব পাথর চাপা দুঃখ বুকের বীরাঙ্গনা,
নাড়ী ছেঁড়া ধন দেয় বিসর্জন অবলীলায় চেতনা
জাতির মান ভাষার মানে তুচ্ছ দৈহিক যাতনা ।
একুশের কথা বলতে গেলেই, একটা ছাত্র চোখে ভাসে
কালা করে গেছে যারে বুলেটের শব্দ,
অশ্রুধারায় অন্ধ আজ তবুও স্বদেশ গর্ব
আপন ভাষায় পড়ি লিখি আপন দেশে মরি ।