জবা আর শিমুল ফুলে
রফিক জব্বার হাসছে দুলে
বায়ান্নে যারা রক্ত জলে
আজকে তারা শিশুর বোলে।
রাখাল যখন বাজায় বাঁশি
মায়ের কোলে খোকার হাসি
ছালাম এসে বলছে কানে
বাংলা ভাষা তোমার জন্যে
আজও আমি নয়কো মলিন
তোমার মাঝে হবো বিলীন।
বাংলা ভাষা জীবন ত্যাগে
শহীদ যারা আজকে তারা
সবুজ ঘাস আর পদ্মে ভাসে।
বরকতের সেই অমূল্য দান
ফুল পাখি আর সবুজ ঘাসের বঙ্গে,
ফেব্রুয়ারির শহীদমিনার মেতে উঠে
তাদের প্রতি শ্রদ্ধা আর ভালবাসার ঢঙ্গে।