নদীর ওপার আলগীর চর
জামালপুর সদর অর্ন্তগত,
অবহেলার ষোলকলা সেথায় শত শত।
বিদ্যুৎ নেই,স্কুল নেই,
হয়না গুনীর চাষ
মূল্য আছে তবুও তারা
জমির মত খাস।
খাবার পানি,ঔষধ আর
পুষ্টির অভাব কত;
তবুও তাদের মুখে হাসি
বুকে নিয়ে ক্ষত।
যুদ্ধ করে টিকে আছে
হাজার লোকের বাস,
গোদের উপর হাজার ফোঁড়া
এরই মাঝে বছর বছর
বন্যায় দেয় বাঁশ !