সে দিন দুর আকাশে
চাঁদ উঠেছিল অমাবশ্যায়
রূপের মেলায় সেথায়
মন কিনে ছিলাম সস্তায়।
কালো আলো হবে
জীবন সাদামাটা।
বড় সাধ করে তারে
রেখেছিলাম তারে মনের বস্তায়
সব বেস্তে গেল
হিতে হল বিপরীত
সুখের পায়রা উড়ে গেল
আমায় রেখে গেল রাস্তায়।
জানি সস্তায় সস্তায় মিলে
রূপে চুরাবালি,
সে হাসে আমায় অবহেলে
আমি হাসি খালি খালি।