স্বপ্নে দেখি সেদিন আমি
ঘুরছি মেঘের দেশে,
সারাটি দিন কাটলো আমার
শুধু হেসে হেসে।
সন্ধে হল চাঁদ এল
সঙ্গে এল তারা,
আমার আমি বদলে গেলাম
জম্মালো এক ধারা।
তাদের সাথে হারিয়ে গেলাম
তাদের মত হয়ে,
ঘুম ভাঙ্গলে ফিরে এলাম
নিসঙ্গতা নিয়ে।
আমার পাশে  দুঃখ ব্যাথা
যতই তুলুক ঢেউ,
  রূপের বাহার  চোখের আহার
একলা সবাই সঙ্গে নাই কেউ।
স্বপ্ন ঘেটে এই বুঝেছি
মিছেই আমি  নাম খুজেছি।
যেমন করে চলছে জীবন
সেটাই আসল রঙ্গ ভবন।