তুমি কি জান বিকেল আমার
সপ্ত স্তরের দিপ্ত শিখা,
চৈত্রের শেষে পলাতক সিদ্ধা;
রাতের আধার মনের প্রলয়
ভোরের শেষে যাযাবর।
মনের মলিন আলোতে কাঁদে,
পাখির কলতান নয়তো গান
দহন মনে আনন্দ না জাগে
বিষাদ জাগায় করে অতিষ্ট প্রান।
আমি জানি আমার আমিতে
তুমি আছ আমি নেই,
পুকুরের পদ্ম মূল্যহীন জলান্তরে
মানবে প্রিয় তুল্য যুগান্তরে।