আমি চাই চোখের কোণে
অশ্রূ আসুক ফোটায় ফোটায়।
সে অম্রু আনন্দের,
দিক জয়ী বীরের।
আমি চাই মনের গহীনে
আগুন জ্বলুক তীব্র ব্যথায়,
সে ব্যথা ব্যাথিতের অংশীদারিত্বে।
প্রহর গুনি কান পেতে শুনি
কবিতারা বলছে কথা,
যদি আমার দুখে কারও হাসে প্রান
আমি নিঃসংকোচে করবো এ অমূল্যদান।
আমি চাই সবাই একটি দলে ঐক্যবদ্ধ হোক,
অমানুষ,বিভেকহীন,অত্যাচারি,জুলুমবাজ
সবাই মানুষের দলে।