তুমিও কি জেগে আছ
রাতের শেষে ভোরের আলোর আশায়?
আমার মত তোমারও কি
ভিবেক এসে শাসায়?
তুমি যদি হও আমার মত
নষ্ট খালের তুচ্ছ ঘোলা পানি,
পথের ধারে কুড়িয়ে পাওয়া
ভাঙ্গা ফুল দানি।
সুভাষ বিহীন ফুল যদি হও
ঠিক আমারই মত,
সেথায় তোমায় নিয়ে যাব
অচল পয়সায় সুখ পাওয়া যায় শত।
সেথায় কভু ফুল ফুটেনা
নেই মায়া মোহের ভিড়,
আমার মত হলেই তবে
সেথায় পাবে নীড়।