বড় বাড়াবাড়ি
জীবন আমার সাথে
কঙ্কালসার কাকের হাসির মত।
কাকের হাসি আর গান
দুটোই যেমন কর্কশ শব্দ মাত্র,
তেমনি জীবনে সুখ ও দুঃখ প্রহসন মাত্র।
সুখী হতে হলে চাই
অর্থ,খ্যাতি,নারীর ভালবাসা
এই সুখের সীমানায় জীবন
দাড় করিয়ে রেখেছে দুঃখ।
তারই ইশারায় টহল দিচ্ছে অভাব
শ্রেনী বৈষম্য,হিংসা আর অহংকার।
আমি সুখ খুজি জীবন হাসে !
যার ধন আছে তার দিকে ইশারা করে,
আমি ধনীর দিকে তাকাই
দেখি তার খ্যাতিতে কষ্ট।
সে খ্যাতিমানের দিকে ইশারা করে
আমি তার দিকে তাকিয়ে দেখি
সেখানে ভালবাসায় টানাপোড়া।
জীবন যশের দিকে ইশারা করে
আমি আগ্রহ নিয়ে লক্ষ করি
দেখি তার অর্থে্র অভাব,
এবার আমি নিজের দিকে তাকাই
আমার আমি বলে
জীবনের গলা চেপে ধর
খুজো পরিত্রান
জীবনের মোহ ছাড়
পূরণ কর মৃত্যুর জন্য শূন্যস্থান।