আমার আমিতে  যতটুকু কালো
আলো জ্বেলে দেখি
বাকিটা এলোমেলো।
জীবন বালির বাধ
স্বপ্ন নিয়ে গেছে বহুদুর,
মিলেনি জীবনের স্বাদ।
মানুষ হয়েও আমি
মানুষের ফাদে ভেঙ্গেছি পা,
মুখ দেখে মোহিত হয়েছ
বিচারে ভুল ছিল
দেখিনি মনের ঘা।
ভুল করি ভুলে যাই
আবার ফিরে আসি
মুখ ও মুকোশের খেলায়,
জানি কাচের স্বর্গ
তবুও এক টুকরো মুক্তোর আশায়।