দীঘির কাছে কয়েক ফুটা
যেই চেয়েছি জল
এগিয়ে এল ভরা দীঘি
হাসিতে ঝলমল।
গাছের ছায়ায় যেই বসেছি
ডালপালা সব মেলে,
ফিস ফিসিয়ে বলল তারা
ধন্য হবো ফল গুলো সব খেলে।
রোদের তাপে শরীর ফাটে
সারা গায়ে চুপছে পড়ছে গাম
শান্তির পরশ বুলিয়ে বাতাস
লিখে দিল নাম।
নাচলো দুয়েল গাইলো কুয়েল
ময়না টিয়ার দল,
প্রকৃতির এই র্নিস্বাথ দান
চোখে এল জল।
মনে এলো পণ
তাদের রক্ষায় আমার জীবণ
দিবো বির্সজন।