কষ্ট কিনে করি জমা
কষ্টে জীবন আঁকা
সকাল আমার হয়নি দেখা
রাতের সাথেই সখা,
কষ্টগুলো জমিয়ে রেখো
করবো বদল যখন হবে দেখা।
কান্নার ছলে হাস তুমি
যাহারে রাখিতে খুশি,
আমার বিনিময় তবুও নয়
তাহার চেয়ে বেশি।
সুখ নিয়ে যার মাথা ব্যাথা
সেইতো সাজায় জীবন;
আমিতো আর সেই দলে নই
কষ্ট কিনি করি সুখের বদল,
কান্না আমার- হাসুক না হয় ভুবন।