খোকা খুকু বর কনে
মিছামিছি খেলায়,
ধুম উঠেছে মাঠের কোনে
আজকে বিকাল বেলায়।
আনন্দে খুকির বিড়াল
ডাকছে মিয়াও মিয়াও
তাল মিলিয়ে হাসছে সাথে
খোকার পোষা টিয়াও।
শালিক পাখি দেখছে সবই
গাছের ডালে বসে,
পেট পুরে খাবার খাবে
ঠোট বেয়ে যায় রসে।
খুকি যাবে শ্বশুর বাড়ি
করছে নাতো কান্না
কাজিও নেই,বাজিও নেই
ভাবছে শালিক,কেমন বিয়ে!
করছে না কেউ রান্না।
চলি এবার খাবার খুজি
মিছে বিয়েতে আর না।