ঢাকায় আছি পাশাপাশি
স্বর্গ্-নরগ বাস,
অচেনাকে চিনতে চিনতে
কাটে বারো মাস।
খাওয়া দাওয়া বাচার জন্য
জীবণ যেন পন্য,
হাজার মানুষ রাস্তার পাশে
ঘুমায় ফুটপাতে
গরীবদের জম্মই যেন
অবহেলার জন্য।
দামি পোষাক ভদ্র লোক
ব্যবহারে উল্লুক
শুনা কথা সত্যি যেন
ঢাকা মগের মুল্লুক।
তোমার বাড়ি তোমার গাড়ি
চাবি অন্যের হাতে,
অকারণে খুনাখুনি
কার আসে যায় তাতে।