আকাশ ছুঁয়া স্বপ্ন আমার
বুকের মাঝে ক্ষত
সুখ পাখিটা তাড়িয়ে আজ
বেদনারাই বাধছে বাসা
ঠিক তাদেরই মত।
এমন ক্ষরায় হতাশ ধরায়
এল জন্ম দিন।
সবার মত পারছি না যে
নাচতে তা-ধিন-ধিন।
শংকা মনে ডংকা বাজে
মানব কূলে এলাম নাতো কোন কাজে
জন্মদিন পালন করে গুনীলোকে
ওসব কি আর আমায় সাজে।
কি আর করা গন্ধ ছাড়া
ফুলের সাথে হলেই সন্মুখীন !
বাজিয়ে দিলাম আবেগ ভরা
পাগল করা ভালবাসার বিন,
ফিরিয়ে দিও ভালবাসা
বছর ঘুরে এলে জন্ম দিন।