চোখে কান্নারা এলোমেলো
ভাষা নেই মুখে,মন ঘুমন্ত ;
হেটে চলে স্বপ্ন,ঘোড়ার রশি ধরে
পথ ঠিকঠাক,বিভেক নির্বা্ক
নিজের ছায়া নিজের সাখে অকল্যানে দাড়িয়ে।
চারদিকে তাকায় পথিক
কাকে বিশ্বাস ঘাতক বলবে,
পরশী,বন্ধু, প্রেমিক,অন্যানন্য না নিজেকে?