কোন একদিন নিরদ্দেশ হব
আকাশ রবে, স্তরে স্তরে মানুষে সাজানো পৃথিবীও রবে রঙ্গিন!
রবে আমার কিছু ধূলীমাখা স্মৃতি;
কখনো মন্দে কখনো দ্বন্ধে কথনো কারও চোখের জলের নাবলা কথাতে
যখন থাকবোনা তখনকার কথা এখন ভেবে লাভ কি,তাতে আসে যায়-ই বা কি?
মনকে বুঝাই,অবুঝ মন বুঝতেই চায়না!
রকমফের মানুষের ভিড়ে তার দোষই বা কতটুকু?
স্বস্তি বর্ষার আকাশ,কখনো বৃষ্টি কখনো রূদ্র আবার কখনো ঝড়ের তান্ডব
আর শান্তি!আকাশের সীমানার মত দেখা য়ায়,অনুভব করা যায়,ছোঁয়া যায়না।
তবুও শান্তি, এভাবেই জীবন চলে,তাদের ভাবনা আমি ভাবছি
যে কটা দিন জীবনের শান্তনায় শুখুই কষ্টের মলাট।