তুমি আমি এক নয়!
একই নদীর ভিন্ন ধারা।
তোমার জীবনে ব্যস্ততা আছে,
আমার জীবনেও আছে।
তোমার চোখে বাস্তবতা আছে
কিন্তু আমার চোখে অন্য।
তুমি জীবন যাপন কর
আর আমি জীবনকে পরিমাপ করি।
  তোমার  আবেগে  গুরত্বের চেয়ে  অবহেলা বেশি
কিন্তু আমি  পাখা বিহীন পাখি,
আবেগের মধ্যেই সব গুরোত্ব আরোপ করি।
  তাই তুমি চির সবুজ আর আমি কষ্টের নীল!