আমার মনের কষ্টগুলো নষ্ট হয়না
হাত ছাড়া হয় সুখ ।
ছবি আঁকি নীল পরীর
হয় রাক্ষসীর মুখ।
সোনালীকে ভাবছি সোনা
আসলে সে তামা,
কুৎসিত মনের উপরে তার
রং চটা জামা।
জীবনের এক ফাগুনে
স্বপ্ন ঘেরা মনের বাগান
পুরালো সে আগুনে।
প্রথম যে দিন কাছে এল
ভাবলাম আমি রাধা,
সে ভাবলোনা কৃঞ্চ
যাবার বেলায় বিদায় দিলাম
দিলাম না তাই বাধা।