আমায় যত ডাকো
নিরব আখিতে রাখ
আমার পিছু তোমার কিছু
দিবেনা কিন্চিৎ সাড়া
বুঝেনা যেমন শিশু।
মানুষের থাকে মায়া
আমাতে ছিটে ফুটা নেই
আমি যে শুধু ছায়া।
পাথরের বুকে ফুলের আহাজারি
একটু ভেবে দেখ
নয় কি একটু বেশিই বাড়াবাড়ি।
আকাশের নীলে চোখ যায় মিলে
মেঘলা হয়ে কভু ধরা দিলে
ভালবাসা হয়না তাতে
ভাল লাগায় ছিলে।
আমার ছায়াতেই আমি
ভেবে নিও কমদামি
মাটির হাড়ি নয় ফুলদানি।