প্রতিদিন তোমায় দেখি জানালার গ্রীলে
কখনো ছাদের এক কোনে।
এলোমেলো চুল কপালে কালো টিপ
লাল লিপিষ্টিকে ভেজানো রক্ত লাল ঠোট
সবুজ আর লালের মাদকতায় ডোরা কাটা শাড়ি।
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি নয়ন হারিয়ে যায়
আমার ভিতরের আমিটা আমায় ঠায় দাড়িয়ে রাখে
অশান্ত মন বলে উঠে অপরূপা এমন করেই
দাড়িয়ে থাক শত সহস্র বছর ধরে।
তুমি জান না  তোমার শাড়ীর আঁচল বাতাসে দুলে
আমার অন্তর আত্না বলে  জেগে উঠো হে অতৃপ্ত মানব
সুখের র্খগ এসেছে ধরায় খুন হও ভালবাসার রক্ত স্নানে।
চোখের দৃষ্টিতে তুমি অনেক দুরে মনের ঘরে আপন
আমার মাঝে ভালবাসার বিজ হইলো আজ রোপণ।
একটি বার আমায় চেয়ে দেখ চোখে চোখ রাখ
ঘন্টা বাজিয়ে দাও থেমে থাকা সীমানায়
মোহকে মুক্তি দাও আরাধনার র্পূনতায়।