ভাবছি বসে সকাল সাঁজে
জীবণটাইতো কাটলো বাজে,
কি আর হবে ইচ্ছে পুষে
স্বপ্ন গুলোর বেহাল দশা
হতাশাতেই খাচ্ছে চুষে।
শোর্কাতরা শান্তনাতে,
আবেগ বাড়ে আরও কাদে।
আজকে আমার তাই হয়েছে
মাথার চুলে পাক ধরেছে
আগ্রহ নেই ভরা চাঁদে।
এই পৃথিবী ঠিকই আছে
থাকবে চির কাল,
শিশু কিশোর যুবক বুড়ো
বদলাবে হালচাল।