দুঃখ পেয়েছি বলেই ভেবোনা আমি দুখী
নদী তার পাড় ভাঙ্গে অন্যের ভাঙ্গে বুক
মোহনায় মিলনের নেশায় নিজেকে ভেঙ্গেও পায় সুখ।
তুমি আমার বুক ভেঙ্গেছ বলেই ভেবোনা আমি হ্রদয়হীন।
যেখানে থাক ভাল থেকো চাইবো আমি চিরদিন।
তোমার চোখে চোখ রেখেছি বলেই ভেবোনা আমি বিভোর,
তোমার কোলে মাথা রেখেছি বলেই ভেবোনা আমি পাপিষ্ঠ
নারীর সন্মান আমার কাছে আজও বলিষ্ঠ।
তোমায় ভালবেসেছি বলেই ভেবোনা কাছে চেয়েছি,
তোমার বিদায়ে কাদিনি বলেই ভেবোনা দুরে ঠেলেছি।
তুমি আছ আমি আছি আছে ভালবাসা,
তোমার যা অতীত আমার তা বর্তমান
আর ভালবাসা!দুজনের হতাশা।
,