বলতে পারো,তোমায় দেখে এমন কেন হয়!
বুকের মাঝে দুরু দুরু লজ্জা ধুঁয়ে ক্ষয়।
তুমি আমি পাশা পাশি নইকো থুব দুরে,
কৃঞ্চ হয়ে বাজাই বাশি রাঁধার নৃত্য ঝড়ে।
মধ্যরাতে শিয়াল যখন ডাকে হুক্কা হুয়া,
ঘুমের ঘরে চমকে উঠি ভাবনা মনে সবই গেছে খোঁয়া।
হাস্ যখন ঠোট বাকিয়ে দুষ্টুমীটা চোখের কোনে রেখে,
হাজার গোলাপ বুকের মাঝে আপনা আপনি ফুটে।
বাতায়নে দাড়িয়ে যখন তোমার কথা ভাবি,
আপন পর সব ভূলে যাই তুমিই আমার সবই।
দুটি গ্লাসের জল যেমন রাখলে একটি গ্লাসে,
একই রূপে একই অঙ্গে যায় যে তারা মিশে।
আমিও ঠিক তাদের মতো তোমায় ভাল বেসে।
যখন তোমার দেখা না পাই কষ্ট বুকে শত,
দেখলে আবার রূপের আলোর র্পূনিমাতে হারিয়ে যায় ক্ষত।
এমনি করেই সারাটি দিন তোমাই নিয়ে ভাবি
বলতে পারো, আমার মাঝে কে জড়ালো তোমার মনের ছবি!