অদ্ভুত মানুষের জীবন প্রণালী
শ্রেনী বৈষম্য বল আর
জীবনের ধাপ গুলি বল একই,
জীবনের বাকে বাকে আছে দু:খ কষ্ট,
সেটা শুধু টাকার জন্য নয়
এক এক সময়ে এক এক কারনে
কখনো নিজের ঘরে নিজেকে আশ্রিত হতে হয়
অনেক সময়  সব জেনেও নির্বোধ সেজে থাকা
অপরাধ না করেও অপরাধী হওয়া
কত কি চড়াই উৎরাই পাড় হয়
তার আর শেষ নাই।
তবুও জীবন  কেটে যায় জীবনের নিয়মে।