সোনার বাংলায় সোনার মেলা
সোনার মূল্য বুজিনা তাই
আমরা করি হেলা ফেলা।
মিডিয়াতে দেশ প্রেমিকের ছড়া ছড়ি
নর্দমাতে নেমে কয়না
এসো মিলে পরিস্কার করি।
চোখ বুজেই কাটছে যাবর
কেউ রাখে না দশের খবর।
করিম শেখে ছাগল বেচে
টাকা গুনে রহিমে,
গোয়াল ভরা গরু আর নাই
দখল করছে শিয়ালে।
সোনার বাংলায় সোনা আছে
নোংরা করছে বিড়ালে।
স্বাধিনতার র্পূন সুখ ফিরবে আবার
শিয়াল গুলো তাড়ালে।