ভুল  থেকে শিখেছি,জীবন চলার পথে
কেউ না কেউ সাথী হয় কিন্ত কেউ
আপণ হয় না।
কষ্ট থেকে শিখেছি ,মানুষ গুনী হয়
কিন্ত নিস্পাপ হয়না।
মানুষ কখনো কখনো পাথর হয়ে যায় |
কিন্তু জীবণ থেমে থাকেনা।
অভিমান থেকে বুঝেছি,আবেগের মধুর প্রতারনা
দৃষ্টিতে দুরত্ব,মনে ধূলোমাখা স্মৃতির পদচারনা।
প্রিয়জন আপন থেকে পর!
প্রেমে জেনেছি,মনের সাথে মনের মিলনই শেষ নয়
দেহ ও মন দুটোর সমন্বয়।
আর  বাস্তবতায় শেখা,সময়ে সচেনতা
বদলে যাওয়া,জেগে থেকেও ঘুমের ভান ধরা
মরা নয় কান নড়া খাওয়া।