কোকিল ধরলে গান
বসন্ত এসেছে ধরায়
ফুলেরা সুবাস ছড়ায়
ভালবাসা পায় প্রান।
পোষা পাখি ময়না
কথায় কথায় বায়না।
লাল ঠোটের টিয়া
করবে নাকি বিয়া
মগডালে বসে থাকে
পেতে সঙ্গীর দেখা।
একপায়ে দাড়িয়ে বক
মাছধরা তার খুব সখ
পায় যদি পুটি
ধরবে চেপে টুটি।
টুপকরে ধরে মাছ
সে তো মাছরাঙ্গা
আয়েস করে খেয়ে
শরীর করে চাঙ্গা।
বাবুই বানায় বাসা
তাল গাছের পরে
ছনের চালে চড়ুইপাখি
জ্বলে পুড়ে মরে।
কর্কশ কন্ঠী কাক
আবর্জনা করে শেষ
দূষন থেকে বাচিয়ে
রক্ষা করে পরিবেশ।