মানুষ নামে জন্ম নিয়া প্রভু
অমানুষই রয়ে গেলাম
জীবন নামের হিসাব নিকাশ
বুঝিলাম না কিছু।
অন্তর চক্ষুর পর্দা খুলে
তুমি মোরে দেখাইলেে
এই পৃথিবীর নয় কিছুই দামি।
জলের মত মিশে যেতে
তাইতো আমি চাই,
তোমার মাঝে বিলিন হয়ে
তোমাই যেন পাই।
তুমি ধর্ম তুমি সংসার
তুমি জগৎ স্বামী
এই পৃথিবী পুতুল খেলা
এটাই আমি মানি।
মালার মাঝে সূতা যেমন
ক্ষীর পায়েসে চিনি
আমার মাঝে শ্রেষ্ঠ হয়ে
বেচে থাকবে তুমি।
তোমার জন্য বুকের পাজর
খুলতে পারি আমি
আমার মনের সকল কথা
জান অন্তর জামি।