চোখের পলক,রূপের ঝলক
পাশাপাশি দুজনের বসবাস;
সুখ আর দুঃখ গলাগলি ধরি
মানুষের মাঝে অবিরত করছে
অর্পূনতার মহাশূন্য চাষ।
চাকের মধু ক্ষনিকের স্বাদ মুখে,
কথার মধু মানুষ লিখে রাখে বুকে।
রূপ রস খুজেনা কেউ সারা অঙ্গে
অবয়বে ইত্যাদি মানব সূচীপত্রে।
মানুষের মাঝে মানুষের দহন
নিয়তির বাড়াবাড়ি,
মনেরে বলি এতটুকু শান্তি দাও,
যাও আমারে ছাড়ি।