বসন্তের গালে হাত
বিদায় তাহার
উদরে তাহার উঠবে না
বৈশাখের পান্তা ভাত।
আমের মুকুল আনন্দে বিভোর
সুবাসে ভরাবে ঘর
প্রকৃতির সবুজ বুঝেনা অবুজ
পিছনে দাড়িয়ে কালবৈশাখী ঝড়।
যে আসছে ভয়,শংকা আর প্রলয় সঙ্গে করি
তাকে বরণ করিতে ব্যাকুল বাঙ্গালী।
তবুও কামনা করি দিবা নিশি পহেলা বৈশাখ
ভাঙ্গার পরে গড়ার মনোবল তার কাছে শিখি ঠিকটাক।
যদিও আকাশ চাঁদকে হারিয়ে কাদিবে রাতের বেলায়,
সকালে সূয়্যের আঁলো হাসাবে বটের মেলায়।
প্রকৃতির যত অবগাহন বৈশাখে আছে আঁকা
মনে প্রানে বাঙ্গালী হও তবেই পাবে তার দেখা।