আমাকে আমাতে রাখি
তফাতে রাখি তোমাতে
তামা মিশাতে না যাই যেন
সোনাতে মিশাতে।
চোখের কাজল ক্ষনিকের শোভা
বিলীন হবে জেনেও
সে ছড়ায় আভা,
জলের সাথে মিশেনা পানি
একই বৃত্তে আমি তুমি আমরা হতে,
টাকায় করে আহাজারি।
সরল রেখাকে নিজেরা টেনে করি বক্র
নিজের কাটা খালে নিজেরাই ডুবে মরি
সুবিধা নেয় অমানুষের চক্র।
কাইতো আমি নিজের মত
করছি নিজের কাজ,
হোকনা তাহা ছোট,বড়
মানবতা প্রতিষ্ঠা পাক
কিসের তাতে লাজ।