তোমার কাছে ঋণী আমি
দিয়ে ছিলে স্বপ্ন ডানা
ভূবন ডাঙ্গার হাসি,
তুমি আজকে পর হলেও
হাসির হিয়া হয়নি আজও বাসি।
শেষ বিকেলে তোমার দেওয়া
অবহেলার নিরবতা
বুক পকেটে আজও আছে,
মানবতার শূন্য ক্ষনে
সেটা আমার কাজে আসে।
রঙধনুর নীল রঙে
তোমার নামটা লিখে ছিলে,
ওটাই আজকে মনে বাজে।
তোমার জন্য ভাবছিনা
ঋণের জন্য কষ্ট,
এমন ঋণে ধন্য আমি
বলে দিলাম পষ্ট।