জানি যে আগুনে পুড়ছি আমি
আকাশের সব মেঘ বৃষ্টি হয়ে
ঝড়লেও তা নিভাতে পারবোনা।
সুখ আর দুঃখের সংমিশ্রনে
এ এক জটিল আগুন।
যা আমি প্রতিনিয়ত অনুভব করি।
সীমা যেদিন তার চোখের জল
শিশির বিন্দুর কাছে বেচে সুখ কিনে নিল
সামনের দিন কটা হাসবে হলে;
সেই সীমাকে যখন কাদঁতে দেখি
তখন দুঃখ অনুভব করি।
আর ঘাসের উপর শিশির বিন্দুকে
যখন ঝিল মিল করে হাসতে দেখি
বড় ভাল লাগে অল্প পাওয়ার পরও
তার আনন্দ আর পরিতৃপ্তি দেখে
সুখ শিহরণ জাগিয়ে তুলে মনে।
অর্থ্,খ্যাতি কখনো মানুষকে
সুখী করতে পারেনা,সুখ বড় অলিক:
মনের চাওয়া পাওয়ার অপূরনতায়
কখনো জীবন পাতায় বাসা বাধেনা।