বাংলা আমার মায়ের ভাষা
জন্মে শিশুর বুলি
উদাস দুপুর ঝিমিয়ে যায়
রাখালের গান শুনি
মাঝির সুরে তবব্ধ নদী
ঢেউয়ে তুলে কলতান
এত মধুর তোমার কথা
জুড়ায় আমার প্রান।
কৃষান হাসে গাছের ছায়ায়
যখন কাজের ফাকে
দুয়েল কুয়েল সব পাখিরা
মুগদ্ধ হয়ে থাকে।
এমন ভাষায় কথা বলে
আজকে আমি ধন্য
আমার শত শ্রদ্ধা ছালাম
ভাষা ত্যাগীর জন্য