আমার গাঁয়ের সেরা যারা
বলবো তাদের কথা,
জ্ঞানী কিংবা ধনী তো নয়
মানুষ কিন্তু যথা ।
হামর মা বৃদ্ধ মানুষ
করতো সে ভিক্ষা,
আবাল বৃদ্ধ সকলকে
করতো সে সারাক্ষনি দীক্ষা।
আমরা যারা অবুঝ বালক
লাগতাম পিছে,হাটতাম সাথে
পা মিলিয়ে পা,
ভেংচি কেটে বলতাম হেসে
কাঁ,কাঁ,কাঁ,হামর মায়ের ঠুলি ভেঙ্গে খা।
কাবু কাকার ফেরী দোকান
তিলের নাড়ু চোনাচুর আর খাজা,
ওসবে যতটা স্বাদ,বেশী ছিল
মুখের কথায় মজা।
ডিগ্রী নাই লোকে তবুও
ডাকতো জানিক সরকার
এখন গ্রামে অনেক আছে ডিগ্রীধারী
তবুও আজ তার মত লোক দরকার।
নস্কর ভায়ের পা ছিলনা
থাকতো ঘরে বসে,
মানুষ তারে বাসতো ভাল
মুখের মধুর রসে।
মইন্যা চাচা সহজ সরল
টাকা রাখতো মাটির নীচে পোতে,
গুনেধরা নষ্ট টাকার শোকটা
কোন দিনই দেয়নি তারে নিশ্চিতে ঘুমাতে।
আজকে তারা কেউ নেই বেঁচে,
জানিনা ঠিক কেমন আছে,,
আমি যখন যাবো সেথায়
থাকি যেন তাদের পাশে।।