চোখের রঙ্গিন স্বপ্নগুলো
বুকে হল কাল,
ডুবছে নৌকা উড়ছে পাল
শক্ত হাতে ধরা হাল।
নাগাল বিহীন এপাড় ওপাড়
নদীর মাঝে কুমির,
আসুক প্রলয় হাল ছাড়িসনে
কানে কানে বলছে আমায় সমীর।
সাথে আমার মহা বিপদ
নদীর উপাড় স্বপ্ন পূরণ
কল কলিয়ে হাসছে নদী
ঢেয়েরা হাত তালি,
জীবন কাব্যে নৃত্য হচ্ছে
স্বপ্ন ফালি ফালি।